ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১, নিখোঁজ বহু |


ইরাকের পূর্বাঞ্চলীয় ওয়াসিত প্রদেশের কুত শহরের একটি বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬১ জনে পৌঁছেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। 


সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- কুত শহরের একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর দমকল বাহিনী ৪৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। 


ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ১৪টি পুড়ে যাওয়া মৃতদহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতদের মধ্যে ৫৯ জনের পরিচয় শনাক্ত করা গেলেও একটি দেহ এতটাই পুড়ে গেছে যে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতভর পাঁচতলা ভবনের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে এবং দমকল বাহিনী প্রাণপণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। 


ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহী জানান, মার্কেটের পাশাপাশি ভবনের একটি রেস্তোরাঁতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় বহু মানুষ পরিবার নিয়ে সেখানে রাতের খাবার খাচ্ছিলেন কিংবা কেনাকাটা করছিলেন। অনেকেই ভবনের ভেতরেই আটকা পড়েন।


গভর্নর আল-মায়াহী বলেন, এটি এক মর্মান্তিক বিপর্যয়। আমাদের ওপর এক ভয়াবহ দুঃখ নেমে এসেছে। 


তিনি আরও বলেন, দমকল বাহিনী বহু মানুষকে জীবিত উদ্ধার করেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 


কর্তৃপক্ষের ভাষ্যমতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করা হবে। 


এদিকে গভর্নর জানান, ভবন এবং মার্কেটের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আমরা দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। যাদের অবহেলায় প্রাণহানির কারণ হয়েছে, তারা ছাড় পাবে না। এই দুর্ঘটনার পর কুত শহরে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: আল-জাজিরা, সিবিএস নিউজ, দ্য গার্ডিয়ান


বিডি প্রতিদিন/একেএ

 





Source from Bangladesh Pratidin