পরমাণু কর্মসূচি ছাড়ছে না ইরান |


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের পরমাণু স্থাপনাগুলো ‘গুরুতর ক্ষতির’ মুখে পড়লেও তেহরান তার পরমাণু সমৃদ্ধকরণ (ইউরেনিয়াম শুদ্ধকরণ) কর্মসূচি থেকে সরে আসবে না।


সোমবার (২১ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে—এবং তা গুরুতরভাবেই। ক্ষতির পরিমাণ নির্ধারণে আমাদের অটোমেকানিক্যাল সংস্থা কাজ করছে।


আরাগচি আরও বলেন, আমাদের এই কর্মসূচি আমাদের বিজ্ঞানীদের একটি অর্জন। এটা শুধু একটি কারিগরি উদ্যোগ নয়, এটি এখন আমাদের জাতীয় গৌরবের প্রতীক।


তিনি জানান, বর্তমানে কতটুকু পরমাণু পদার্থ অবশিষ্ট আছে বা সেগুলো ব্যবহারযোগ্য অবস্থায় আছে কিনা, তা নিয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই। তবে সংশ্লিষ্ট সংস্থা এ বিষয়ে মূল্যায়ন করছে।


পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, হামলার কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে, তবে ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে না।


উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করছে যা নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বেগ জানিয়ে আসছে।


গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তার ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, ইরানের ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেন ‘ফোর্দো ইজ গন অর্থাৎ ফোর্দো শেষ।’


বিডিপ্রতিদিন/কবিরুল





Source from Bangladesh Pratidin