ইংল্যান্ডের ফুটবল জায়ান্ট লিভারপুল তাদের প্রাক্তন পর্তুগিজ তারকা দিয়েগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভার স্মরণে অ্যানফিল্ড স্টেডিয়ামে স্থায়ী ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি চলতি মৌসুমে লিগ চ্যাম্পিয়নরা ‘ফরএভার ২০’ লেখা বিশেষ জার্সি পরে খেলবে, যা জোতার প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে বিবেচিত হবে।
গত ৩ জুলাই স্পেনের থামোরায় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জোতা ও তার ভাই সিলভা। জোতার ভাই সিলভাও ছিলেন একজন ফুটবলার এবং পর্তুগালের দ্বিতীয় বিভাগীয় ক্লাব পেনাফিয়েলে খেলতেন।
লিভারপুলে ২০ নম্বর জার্সি পরে খেলতেন দিয়েগো জোতা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবটি ২০ নম্বর জার্সিটি অবসরে পাঠিয়েছে এবং পুরুষ ও নারী দলের কোনো খেলোয়াড় ভবিষ্যতে এই নম্বরটি ব্যবহার করতে পারবে না।
জোতার অকাল প্রয়াণের পর ভক্তরা যে সমস্ত স্মৃতিচিহ্ন রেখে গেছেন, সেগুলো পুনর্ব্যবহার করে তৈরি করা হবে ভাস্কর্য। আগামী ১৫ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের প্রথম হোম ম্যাচে ভক্তদের অংশগ্রহণে মোজাইক তৈরি এবং এক মিনিট নীরবতা পালন করার পরিকল্পনা নিয়েছে লিভারপুল।
এছাড়া, ৪ আগস্ট অ্যানফিল্ডে আতলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রাক-মৌসুমের ম্যাচেও ভক্তরা জোতার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। এশিয়ার দুটি প্রীতি ম্যাচে লিভারপুলের খেলোয়াড়রা ‘দিয়েগো জে ২০’ লেখা বিশেষ জার্সি পরে খেলবেন।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ‘দিয়েগো জে ২০’ জার্সি ক্রয় করবেন তাদের লাভের অর্থ দান করা হবে লিভারপুল ফাউন্ডেশনে, যা জোতার নামে তৃণমূল পর্যায়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে নিবেদিত থাকবে।
বিডি প্রতিদিন/মুসা