তরুণ প্রজন্মকে ডিভাইস ও মাদক আসক্তি থেকে দূরে রাখতে শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ |


তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের ঘোড়াঘাট উপজেলা শাখা।


সোমবার (২৮ জুলাই) উপজেলার ঐতিহাসিক ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা একাদশ ৩-১ গোলে গোবিন্দগঞ্জ বাগদা ছোয়াদ ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে মেডেল প্রদান করা হয়।


খেলার অতিথিরা বলেন, ‘তরুণ সমাজকে মাদকমুক্ত ও ডিভাইস আসক্তিমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর উপজেলা গঠনে সচেতন ও সুস্থ প্রজন্ম তৈরির বিকল্প নেই। যেমন শিক্ষা জাতি গঠনের অন্যতম উপাদান, তেমনি মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে রক্ষা পেতে খেলাধুলাও জরুরি।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মাঠের সাবেক তারকা ফুটবলার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উত্তরবঙ্গের মিডফিল্ডার অসীম, ঘোড়াঘাট ব্যাংক এশিয়ার একাউন্ট অফিসার মেহেদী হাসান ও ক্রীড়ানুরাগী শাহানুর রহমান সোহাগ।


বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাউসার হাবিবের ধারাভাষ্যে শাখা সভাপতি তুরাগ খান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শুরু থেকেই ক্রীড়াক্ষেত্রে সক্রিয়। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এজন্য ভবিষ্যতে আরও বড় পরিসরে ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।’


প্রীতি ম্যাচ শেষে স্থানীয়রা শুভসংঘের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি সোহাগ, ক্রীড়া সম্পাদক রিপন সরেন, সাহিত্য সম্পাদক টমাস আলফা, নারী বিষয়ক সম্পাদক এক্সট্রেলা হাঁসদা এবং সংস্কৃতি সম্পাদক হেমন্ত সারেন।


বিডি প্রতিদিন/জামশেদ





Source from Bangladesh Pratidin