প্রতিভাবান সেই ক্ষুদে ফুটবলার সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান |


চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানি গ্রামের ছোট্ট শিশু সোহান ফুটবলে অসাধারণ দক্ষতা দেখিয়ে মুগ্ধ করেছে এলাকাবাসীকে। কেউ কেউ তাকে বলছেন ‘ক্ষুদে মেসি’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শিশু সোহানের ফুটবল দক্ষতার কথা ইতোমধ্যে পৌঁছে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও।


তারেক রহমানের নির্দেশে শিশুটির খোঁজ নিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোহানের গ্রামের বাড়িতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এসময় তিনি সোহানের হাতে জার্সি, বুট জুতা, ফুটবল এবং আরো কিছু উপহার তুলে দেন।


সোহান স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাই বোনের মধ্যে সে ছোট। তার বাবা সোহেল প্রধান পেশায় একজন সাইকেল মেকানিক হলেও ফুটবলের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। তার চাওয়া একদিন সোহান বড় হয়ে দেশ সেরা ফুটবলার হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। প্রতিদিন বাবার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে সোহান। মাত্র পৌনে ছয় বছর বয়সে ফুটবল নিয়ে তার ড্রিবলিং ও স্কিল সবাইকে অবাক করে দিয়েছে। যা রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।


আমিনুল হক বলেন, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদে ফুটবলার সোহানের ফুটবল খেলার প্রতিভা দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশু সোহানের দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তিনি সোহান ও তার পরিবারের দায়িত্ব ভার নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। সেই নির্দেশেই সোহান এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সোহানকে ফুটবল, বুট জুতা ও জার্সি নিজ হাতে পরিয়ে দেই। একই সাথে সোহান ও তার পরিবারের খরচ বহনের জন্য প্রতিমাসের প্রথম সপ্তাহে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদানের ঘোষণা দেন। তাৎক্ষণিক সোহানের বাবার হাতে কিছু নগদ অর্থও প্রদান করা হয়।


এসময় মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. মাহবুব আহমেদ সরকার শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান সহ ঢাকা ও চাঁদপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


এর আগে বিকেলে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলছুম মনি সোহানের বাড়িতে এসে বলেন, সোহান ভবিষ্যতে একজন দেশের সেরা খেলোয়াড় হবে। সোহানের বাড়িতে তাদের জরাজীর্ণ ঘর দেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোহানের জন্য সকল প্রকার সহায়তাসহ তাদের জরাজীর্ণ ঘরটিও মেরামত করার কথা বলেন।


বিডি প্রতিদিন/নাজিম





Source from Bangladesh Pratidin