কানাডায় ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আগামী ২৪ আগস্ট |


আগামী ২৪ থেকে ২৮ আগস্ট পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে ২০১৭ সাল থেকে প্রতি বছর এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের এই উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে টরন্টোর স্ক্যারবরোর ২২ লেবেভিক এভিনিউ’র সিনেপ্লেক্স ওডেন এ।


গত কয়েক বছর এখানেই এক আনন্দ-উৎসবমুখর পরিবেশে প্রচুর চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিতিতে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। আর অন্য তিন দিন অর্থাৎ ২৫, ২৬, ২৭ আগস্ট চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ। এর মধ্যে মাঝের দিন থাকবে শিশু চলচ্চিত্রের প্রদর্শনী এবং শিশুদের জন্য একটি বিশেষ সেশন। 


পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব প্রতিদিন শুরু হবে বিকাল ৬ টায় এবং শেষ হবে রাত ১১ টায়। এবারের উৎসবে ২৮টি দেশের ৪৭টি চলচ্চিত্র দেখানো হবে। প্রথম দিনে কানাডা, ইরান, জার্মানী ও বাংলাদেশের দুটি স্বল্প ও দুটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। ছবিগুলো হচ্ছে, ইরানের ‘ব্লাইন্ড স্পট’, কানাডার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ,’ জার্মানীর ‘মাদার লাভ’ এবং বাংলাদেশের পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’। শেষ দিনে প্রদর্শিত হবে বাংলাদেশের দুটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘১৯৭১ : সেই সব দিন’ ও ‘আগন্তক’ এবং ফিলিপাইন ও কানাডার দুটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ল্যাগল্যাগ’ ও ‘ইটস নাইস টু মিট ইউ’। 


টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে কানাডার চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ র‍্যাঙ্কিন নির্মিত ৮৯ মিনিটের কাহিনি চলচ্চিত্র ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ’। ২০২৪ সালে নির্মিত চলচ্চিত্রটি ইতোমধ্যে সমালোচক ও দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ন্যাশনাল বোর্ড অব রিভিউ’র মতে, ২০২৪ সালে নির্মিত সারা বিশ্বের সেরা পাঁচ চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ’। এ বছর ৯৭তম একাডেমী এওয়ার্ড এর জন্য কানাডা থেকে এই চলচ্চিত্রটিকে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ’ এর পরিচালক ম্যাথিউ র‍্যাঙ্কিন এর জন্ম ম্যানিটোবার উইনিপেগ এ, ১৯৮০ সালে। তিনি পড়াশোনা করেছেন মন্ট্রিয়লের ম্যাকগিল ইউনিভার্সিটিতে। এক্সপেরিমেন্টাল চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ র‍্যাঙ্কিন এর প্রথম কাহিনি চলচ্চিত্র ‘দ্য টুয়েন্টিথ সেঞ্চুরি’ মুক্তি পায় ২০১৯ সালে। ‘ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ’ তাঁর দ্বিতীয় কাহিনি চলচ্চিত্র। 


উল্লেখ্য, বাংলাদেশী কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের উদ্যোগে ২০১৪ সালে টরন্টোতে টরন্টো ফিল্ম ফোরামের যাত্রা শুরু হয়। ২০১৭ সালে ছিল কানাডার ১৫০তম বার্ষিকী। সেই বছরকে স্মরণীয় করে রাখার জন্য এবং সৌহার্দ্যপূর্ণ বহুজাতিক এই দেশটির প্রতি গভীর ভালোবাসা জানানোর জন্যই টরন্টো ফিল্ম ফোরামের এই চলচ্চিত্র উৎসবের নামকরণ করা হয় টরন্টো ‘মাল্টিকালচারাল’ ফিল্ম ফেস্টিভ্যাল। এই চলচ্চিত্র উৎসবটি ইতোমধ্যে হয়ে উঠেছে পৃথিবীর স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতাদের একটি গ্রহণীয় সংগঠন। এ বছর ১১৮টি দেশ থেকে এই চলচ্চিত্র উৎসবের জন্য প্রায় ৪ হাজার বিভিন্ন দৈর্ঘ্য ও আঙ্গিকের চলচ্চিত্র জমা পড়েছে। 


এবারের চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের স্মৃতির প্রতি। এ বছরটি হচ্ছে ঋত্বিক ঘটকের জন্ম শত বার্ষিকী। ১৯২৫ সালের ৫ নভেম্বর ঋত্বিক ঘটক ঢাকায় জন্মেছিলেন। তাঁর বেড়ে উঠা ছিল পদ্মার তীরের রাজশাহী শহরে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তাঁর পরিবারকে রাজশাহী থেকে কলকাতায় চলে যেতে হয়। ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ হয়ে যাওয়াকে ঋত্বিক কোনভাবেই মেনে নিতে পারেননি। ‘ভাঙ্গা বাংলার দগ্ধ প্রাণ’ ঋত্বিক ঘটক কাছ থেকে, আর জীবন দিয়ে দেখে গেছেন জোর করে শেকড় থেকে উপড়ানো মানুষের দুঃখ, কষ্ট আর মানবেতর জীবনযাপন। ঋত্বিক ঘটক চলচ্চিত্রের মধ্য দিয়ে এসব মানুষের জীবনকে তুলে এনেছিলেন এক শৈল্পিক মহিমায়।


বিডি প্রতিদিন/হিমেল





Source from Bangladesh Pratidin