রাজধানীতে বিশেষ অভিযানে এক দিনে গ্রেফতার ৬৫ |


অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক দিনে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।


গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি, অনৈতিক কাজে জড়িতসহ বিভিন্ন অপরাধের অপরাধী রয়েছেন।


বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ- পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, আদাবর থানা পুলিশ বুধবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন রিয়া মনি ওরফে রেনু আক্তার (২৬), নুর নাহার (২০), আছমা খাতুন (৩০), মায়া আক্তার ওরফে বৃষ্টি (২৬), সোনিয়া আক্তার (২৩), দুলি খানম (১৯), আছমা আক্তার (২৭), আয়েশা আক্তার বাঁধন (২০), নাজমা আক্তার (২৫), আনজুমান (২২), মো. পিন্টু শেখ (৩২) ও মো. মনির শান্ত (২০)।


অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে। গ্রফতাররা হলেন সাহেব বিশ্বাস (২৮), সিয়াম (২৪), রেদোয়ান (১৮), সোহাগ (২৩), রাকিব (৩২), আ. রহমান (৪০), ইউসুফ (৩৪), রোমান ওরফে রায়হান (২১), রহিম আশরাফ (৪২), সোহেল (২৫), বদিউল আলম (৪২), মোস্তফা কামাল শাওন (৩০), ফয়সাল (২০), মাসুদ (২৬), সাব্বির (২২), শাহজাদা সাক্কু (৪৮), জলিল (৪২) ও সাঈদ (২৮)।


বিশেষ অভিযান চালিয়ে তেজগাঁও থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মো. মাহিম খন্দকার (২৪), রহিমা ওরফে তাপসী (২৭) ও সুমন (২৮)।


তেজগাঁও শিল্পাঞ্চল বিভিন্ন স্থান হতে চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মোকলেচ (৩১), অরুন (৫২), লিমন (৪০) ও সোহেল (৩২)।


অন্যদিকে হাতিরঝিল থানা বিশেষ অভিযান চালিয়ে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে সাত জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. আলমগির ব্যাপারী (৩৭), মো. স্বপন মিয়া (৫০), মো. বশির মোল্লা (৪২), মো. সাব্বির (২০), মো. আবুল কালাম (৩০), মো. মোহন খাঁ (২০) ও রাসেল মিয়া (৩০)।


শেরেবাংলা নগর থানা দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন অমিত বৈদ্য (২৯), সুজন (২৮), সবুজ (৩২), রিপন (২৬), আনিস (৩৫), নাঈম (২১), রাকিব (২২), আলমগির (২৮), টিটন ওরফে লিটন (২৮), হাবিব (৩০), আবুল খায়ের (৫২), শাওন (৪০), দিদার হোসেন শান্ত (২৬), সাগর (২২), সজীব (২০), নুরুল (৪৩), মীম (২৬), সুমি (২৬), আকলিমা (২৮), নিপা (২০) ও দিপা (২০)।


গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিডি প্রতিদিন/জুনাইদ   





Source from Bangladesh Pratidin