কুকুরের আক্রমণে পিছু হটল চিতাবাঘ |


ভারতের মহারাষ্ট্রের নাসিকের নেফাড এলাকায় ঘটেছে এক বিরল ঘটনা। একটি পথকুকুরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে যায় একটি চিতাবাঘ।


প্রত্যক্ষদর্শীদের মতে, গত সোমবার হঠাৎ ওই এলাকায় ঢুকে পড়ে চিতাটি। তখনই কুকুরটি ভয়ঙ্কর পাল্টা আক্রমণ চালায়। মুহূর্তেই চিতার ওপর ঝাঁপিয়ে পড়ে সেটিকে টেনে নিয়ে যায় প্রায় ৩০০ মিটার দূর পর্যন্ত।


ভিডিওচিত্রে দেখা গেছে, হঠাৎ ঘটে যাওয়া এই লড়াইয়ে চিতাটি কুকুরের প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পালিয়ে যায়। তবে কুকুরটিও আহত হয়।  সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, স্থানীয় মানুষ কিংবা গৃহপালিত পশু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি।


স্থানীয় বনবিভাগ জানিয়েছে, আহত অবস্থায় চিতাবাঘটি পাশের মাঠে আশ্রয় নেয়। সেটির চিকিৎসার প্রয়োজন আছে কি না—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


বিডিপ্রতিদিন/কবিরুল


 


 





Source from Bangladesh Pratidin