রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের |


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি শিগগিরই না থামলে আগামী দু’সপ্তারেহ মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা অথবা উভয় পদক্ষেপ প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আল্টিমেটাম দেন।


সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হয়েছে। 


শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এ ঘটনায় আমি আনন্দিত নই এবং শুধু এই ঘটনাই নয়, এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনও কিছুর ওপরেই আমি খুশি নই।”


তিনি বলেন, “আগামী দু’সপ্তাহের মধ্যে আমরা এই সংকট সমাধানের একট পথ খুঁজে বের করব। যদি এমনটা পারি, কেবল তাহলেই আমি খুশি হব।”


ট্রাম্প বলেন, “যদি দু’সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে, সেক্ষেত্রে আমাকে (রাশিয়ার বিষয়ে) একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ। এটা উচ্চমাত্রার শুল্ক, অথবা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়েই হতে পারে।”


গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ থামাতে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।


এরপর ট্রাম্প জানান, শিগগিরই মার্কিন প্রশাসনের উদ্যোগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমনও বলেছেন, যুক্তরাষ্ট্র হবে সেই সম্ভাব্য বৈঠকের আয়োজক।


গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের সমালোচনা করে ল্যাভরভ বলেছিলেন, সেই বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের ‘আনাড়ি প্রচেষ্টা’। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, এএফপি


বিডি প্রতিদিন/একেএ

 





Source from Bangladesh Pratidin