৫ বছর পর ‘ধূসর প্রজাপতি’ নিয়ে ফিরলেন তৌকীর |


অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ ‘ধূসর প্রজাপতি’ নামের যে ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছিলেন সেই নাটকটি প্রচারে এসেছে। বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে রাত ৯টায় দেখা যাচ্ছে নাটকটি।


তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় প্রতি সপ্তাহের রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেখা যাবে নাটকটি। টেলিভিশনে প্রচারের পর বিটিভির ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে ‘ধূসর প্রজাপতি’


এই নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুরের মত বর্ষীয়ান শিল্পীরা। এছাড়া বিভিন্ন চরিত্রে আরো আছেন মীর রাব্বি, সাবরিনা আজাদ, তনুশ্রী দত্ত। আর প্রধান দুই চরিত্রে জুটি বেঁধেছেন শ্যামল মাওলা ও আইশা খান।


২৬ পর্বের ধারাবাহিক এই নাটকের গল্প সম্পর্কের টানাপোড়েন, সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া অনুভব আর জীবনের ধূসর দিকগুলো নিয়েই গড়ে উঠেছে। নাটকটি নিয়ে তৌকির বলেন, এটি কেবল একটি নাটক নয় বরং সময়, সম্পর্ক আর আত্মঅনুসন্ধানের এক নান্দনিক কাহিনী।


২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। পাঁচ বছর আগে ‘রুপালী জ্যোৎস্নায়’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন তৌকীর আহমেদ।


নতুন ধারাবাহিক ধূসর সময় নিয়ে আশাবাদী এই অভিনেতা ও নির্মাতা। তিনি বলেন, ৫ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনা করলাম। অভিনয়েও দেখা যাবে আমাকে। ভালো গল্পের একটি নাটক। সবাই ভালো অভিনয় করেছেন। এখন দর্শকের দেখার পালা। তাদের ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

 





Source from Bangladesh Pratidin