ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন করেছে রাশিয়ায় একাধিক ড্রোন হামলার মাধ্যমে। এসব হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সাম্প্রতিক প্রচেষ্টার সফলতা নিয়ে আশা যখন ক্রমেই কমছে, তখন এ হামলার ঘটনা ঘটল।
রবিবার রাশিয়ার ভূখণ্ডে নতুন ড্রোন হামলা শুরু করে ইউক্রেন, যার একটি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর ভূপাতিত হলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, কেউ হতাহত হয়নি ও তেজস্ক্রিয়তা মাত্রাও বাড়েনি।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন সেন্ট পিটার্সবার্গ ও অন্যান্য ফ্রন্টলাইন থেকে দূরের এলাকাতেও ভূপাতিত করা হয়েছে।
উস্ত-লুগা বন্দরের ওপর ১০টি ড্রোন ভূপাতিত হলে নোভাটেক কোম্পানির একটি জ্বালানি টার্মিনালে আগুন ধরে যায় বলে জানান অঞ্চলটির গভর্নর আলেকজান্ডর দ্রজদেঙ্কো।
ইউক্রেনের ছোট ও তুলনামূলক দুর্বল বাহিনী দীর্ঘদিন ধরেই ড্রোন-নির্ভর হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে রাশিয়ার তেল কাঠামো লক্ষ্য করে।
এই ড্রোন হামলাগুলোর কারণে রাশিয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে, যা জনগণের ওপর চাপ সৃষ্টি করছে।
এদিকে ইউক্রেন দাবি করেছে, রাতভর রাশিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৭২টি ইরানি-নির্মিত শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায়। ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, এর মধ্যে ৪৮টি ড্রোন গুলি করে নামানো হয়। সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজিম