রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। বুধবার (২৭ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টা ৩০ মিনিট : জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১১টা : ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সাহলে প্রিন্স।
দুপুর ২টা : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুল মাঠে ‘আমরা বিএনপি পরিবার’-এর এক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বিকেল ৪টা : জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)
বেলা ১১টা: বিআইপি কনফারেন্স হলে ‘ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের উদ্যোগ: বিআইপির পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ