যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় দুজন নিহত |


যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরের বিমানবন্দরের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যাওয়ার কারণে ওই দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। 


ডগলাস কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র ডেবোরা টাকাহারা জানান, ডেনভার শহরের সেন্টেনিয়াল বিমানবন্দরের ঠিক দক্ষিণে দুর্ঘটনা ঘটে। 


সাউথ মেট্রো ফায়ার সার্ভিসের মুখপাত্র ব্রায়ান উইলি জানান, উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা বিচ বিই৩৫ বিমানটিকে আগুনে জ্বলতে দেখেন। ওই আগুন কাছের একটি ভবন এবং কিছু ডিজেল-চালিত জেনারেটরে ছড়িয়ে পড়ার হুমকি তৈরি হয়।


দ্য অ্যাসোসিয়েটেড প্রেস তাকে উদ্ধৃত করে বলেছে, দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।


ধারণা করা হচ্ছে, বিমানটি একটি কর্পোরেট অফিসের পার্কিং লটে বিধ্বস্ত হয়েছে।


লাইভএ টিসি.নেটে পোস্ট করা এয়ার ট্র্যাফিক কন্ট্রোল অডিওতে শোনা যায় যে, একজন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার বিধ্বস্ত হওয়ার ঠিক আগে বিমানটিকে উড্ডয়নের জন্য অনুমতি দিচ্ছিলেন।


পরে আরেকজন পাইলট ধোঁয়া দেখতে পান এবং রিপোর্ট করেন যে, ‘টাওয়ার, বাম দিকে ধোঁয়া দেখা যাচ্ছে। মনে হচ্ছে সে নিচে পড়ে গেছে।’ 


এর কয়েক সেকেন্ড পরে ওই পাইলট বলেন, ‘মনে হচ্ছে সে মাঠের প্রায় এক মাইল দক্ষিণ-পূর্বে পার্কিং লটে বিধ্বস্ত হয়েছে।’


এ বিমান দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।


সূত্র : এপি


বিডি প্রতিদিন/কেএ





Source from Bangladesh Pratidin