বিনামূল্যে নিজ রক্তের গ্রুপ জানলেন তিনশ’ মানুষ |


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় তিন শতাধিক মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি। 


ক্যাম্পেইন চলাকালে দেখা যায়- শিশুকিশোর, তরুণতরুণী থেকে শুরু করে বয়স্করাও রক্তের গ্রুপ জানতে পিস ফর পিপল ফাউন্ডেশনের এই আয়োজনে উপস্থিত হয়। পরবর্তী রক্ত পরীক্ষার প্রতিটি ধাপ সম্পন্ন করে আগতদের রক্তের গ্রুপ জানায় ল্যাব টেকনিশিয়ান তানিয়া আক্তার। 


রক্তের গ্রুপ জানতে আসা মানুষজন আনন্দের কথা জানান। তারা বলেন, রক্তরে গ্রুপ না জানার কারণে নানান সমস্যায় পড়তে হয়। পিস ফর পিপল ফাউন্ডেশনের এই কার্যক্রমের মাধ্যমে রক্তের গ্রুপ জানতে পেরেছে তারা। 


পিস ফর পিপল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বলেন, বৃক্ষরোপণ, শিশুদের বিভিন্ন উপকরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। তার ধারাবাহিকতায় এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কার্যক্রম। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে বলে আশাপ্রকাশ করে সংগঠনটির সদস্যরা। 


পুরো ক্যাম্পেইন আয়োজনে পিস ফর পিপল ফাউন্ডেশনের সভাপতি তোফায়েল আহমেদ ও জেনারেল সেক্রেটারি মো. আশিকুরের তত্বাবধানে সংগঠনটির ফান্ড রাইজিং সেক্রেটারি মো. আসিফ, সহকারী ফান্ড রাইজিং সেক্রেটারি আব্দুর রহমান, ত্রাণ ও সহায়তা বিষয়ক সেক্রেটারি কামরুল বেপারি, অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন, নির্বাহী সদস্য সরোয়ার হোসেন খান আবির, রাফিদুল ইসলাম তাহসিন, সদস্য কাউসার আহমেদ ইমনসহ অনেকেই কার্যক্রমে অংশগ্রহণ করেন।


বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন





Source from Bangladesh Pratidin